শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
নারী এশিয়া কাপের ফাইনালের মাঠে ভারতের-শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মাঠে নামে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।
ইনিংসের তৃতীয় ওভারেই অধিনায়ক আতাপাত্তুকে হারিয়ে লঙ্কানদের বিপদ শুরু। ৬ রান করে রান আউটের ফাঁদে পড়েন এই ব্যাটার। পরের ওভারে আরও ৩ উইকেট হারায় লঙ্কানরা।
রেনুকার সেই ওভারের টানা তিন বলেই লঙ্কান ৩ ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। তবে এরমধ্যে ওপেনার আনুশকা রান আউট হওয়ায় হ্যাটট্রিকের আনন্দে ভাসতে পারেননি এই ভারতীয় পেসার।
আগে ব্যাটিংয়ে নেমে বেশ বাজে রকমের ব্যাটিং বিপর্যয়ে বিপদেই আছে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষে ভারতের বিপক্ষে ১৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে লঙ্কানরা।