শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

শিবগঞ্জে ১ লাখ ৬৫ হাজার টাকার জাল ধ্বংস

শিবগঞ্জে ১ লাখ ৬৫ হাজার টাকার জাল ধ্বংস

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৪টি চায়না দুয়ারি ও ৬টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার মনোহরপুর, বোগলাউড়ি, দশরশিয়া ও কদমতলা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। ২৫ হাজার মিটারের জালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলা মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে ২৫ হাজার মিটারের ১০টি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com