মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এইসব মাদক উদ্ধার করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, ২৫ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিজস্ব তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির হাবিলদার ফিরোজ আহমেদের নেতৃত্বে টহলদল নামোচকপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিরোজপুরে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে গত ২৫ অক্টোবর দিবাগত রাত আড়াইটায় সোনামসজিদ বিওপির সুবেদার বাদশা মিয়ার নেতৃত্বে টহলদল বারেকবাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।