মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ আটপাড়ায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা আটপাড়ায় খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও এম. সাজ্জাদুল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ফরিদপুরে গরমে বেড়েছে তাল শাঁসের বিক্রি
মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরাবেন কীভাবে-হাফিজ মাছুম আহমদ

মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরাবেন কীভাবে-হাফিজ মাছুম আহমদ

মৃতব্যক্তিকে কাফনের কাপড় পরানো ফরজে কিফায়া। অনেক মানুষ আছে যে, মৃতব্যক্তিকে কীভাবে কাফনের কাপড় পরাবেন তা জানেন না। আবার নারী-পুরুষের কাফনের কাপড় পরানোর নিয়মও আলাদা। অথচ কাফনের কাপড় পরানোর নিয়ম অনেকেই জানেন না। তাই এ নিয়ম জানা থাকা সবার জন্য খুবই জরুরি। কাফনের কাপড় পরানোর পদ্ধতি হলো-
পুরুষের কাফনের কাপড় পরানোর পদ্ধতি:
পুরুষের কাফনের কাপড় ৩টি- চাদর, ইজার ও জামা। ধারাবাহিকভাবে কাফনের কাপড় পরানোর নিয়ম হলো-
১. প্রথমেই কাফনের চাদর চৌকি বা খাটিয়ার উপরে বিছানো।
২. তারপর চাদরের উপর ইজার (তাহবন্দ) বিছানো।
৩. কাপড়গুলোর মধ্যে খোশবু লাগানো।
৪. মৃতব্যক্তিকে জামা পরানোর পর ইজারের উপর শোয়াতে হবে।
৫. তিনবার চন্দন কাঠের ধোঁয়া বা সুগন্ধি দেয়া সুন্নত।
৬. তারপর তুলার মধ্যে খোশবু বা সুগন্ধি লাগিয়ে দুই নিতম্বের মাঝে রেখে দেওয়া। যাতে মৃতব্যক্তির পুরো শরীরে সুগন্ধি ছড়ায়।
৭. তারপর ইজার এমনভাবে জড়াতে হবে যেন, মৃতের ডান পাশ বাম পাশের উপর থাকে। চাদরও এভাবেই পরানো।
নারীর কাফনের কাপড় পরানোর পদ্ধতি:
নারীদের কাফনে ৫ কাপড় পরাতে হয়। তাহলো-
১. প্রথমে চাদর বিছাতে হবে। তারপর সিনা বরাবর সিনাবন্দ বিছাতে হবে তারপর ইজার বিছাতে হবে।
২. তার পর জামা পরিয়ে মৃতের চুল দু’ভাগ করে বা বেনি করে ডানে ও বাঁমে জামার উপর অর্থাৎ বক্ষের উপর রেখে দেবে।
৩. মাথাবন্ধ দিয়ে মাথা পেচিয়ে মুখের উপর রাখবে
৪. তারপর মৃত ব্যক্তিকে ইজারের উপর শোয়াতে হবে
৫. ইজার এমনভাবে জড়াতে হবে যেন, ডান পাশ বাম পাশের উপর থাকে। অনুরূপভাবে সিনাবন্ধ এবং সর্বশেষ চাদর জড়াতে হবে। মহিলাদের বেলায়ও সুগন্ধি ব্যবহার করবে।
সর্বশেষ মাথার দিকে, পায়ের দিকে এবং কোমর বরাবর অতিরিক্ত কাপড়ের মাথায় ফিতা দিয়ে বাঁধতে হবে। তবে মৃতব্যক্তিকে কবরস্থ করার পর তিনটি বাঁধনই খুলে দিতে হবে।মুসলিম উম্মাহর উচিত উপরোক্ত নিয়মে মৃতব্যক্তিকে কাফন পরানো।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃতব্যক্তির কাফনের কাপড় পরানোর বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com