শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
এ উপলক্ষে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এক সমাবেশের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেনÑ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোলায়মান খান সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদে ৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।