রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে গৃহহীনদের ঘর উপহার দিলেন আইডিইবি 

রাজশাহীতে গৃহহীনদের ঘর উপহার দিলেন আইডিইবি 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

আজ ৯ নভেম্বর বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার যুগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর অর্থায়নে অসহায় ও গৃহহীন আব্দুল খালেককে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ, সহ-সভাপতি কবির উদ্দিন, চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, জেলা ত্রাণ ও পুনঃবাসন কর্মকর্তা সালা উদ্দীন আল ওয়াদুদ প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত থাকার কথা থাকলেও জনগুরুত্বপূর্ণ কাজে তিনি উপস্থিত না হওয়ার মোবাইল ফোনে শুভেচছা জানান ও এমন মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন।

আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ করে দিচ্ছেন। আইডিইবি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমের সাথে একত্রতা ঘোষণা করে দেশের বিভিন্ন প্রান্তে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন। এমন কার্যক্রমের জন্য আমরা গর্বিত। নতুন আধাপাকা ঘর পেয়ে আব্দুল খালেক মাননীয় প্রধানমন্ত্রী ও আইডিইবির প্রতি কৃতজ্ঞতা জানান। সাভার সাংগঠনিক জেলা আইডিইবির সভাপতি মোঃ রবিউল ইসলামের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্মাণ কাজ সুষ্ঠুভাবে তদারকি করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com