বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন

শিবগঞ্জে অর্থ আত্নসাতের অভিযোগে এননজিও’র মালিক সহ আটক-৫

শিবগঞ্জে অর্থ আত্নসাতের অভিযোগে এননজিও’র মালিক সহ আটক-৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
৬ কোটি টাকা আত্নসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে “সূচনা সমাজ উন্নয়ন সংস্থা” নামক ভূয়া এনজিও’র মালিকসহ ৫জনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার(৯ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারস্থ এলাকা থেকে তাদের আটক করা হলেও পরদিন সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে, সূচনা সমাজ উন্নয়ন সংস্থা’র মালিক মোবারকপুর ইউনিয়নের কালীচক গ্রামের মোঃ লাইসেন আলীর ছেলে মোঃ অলিউর রহমান (৪০), একই ইউনিয়নের গঙ্গরামপুর গ্রামের মোঃ শহিদুর রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৮), কান্তীনগর গ্রামের উজাল সাহার দুই ছেলে মোঃ শাহজাহান আলী (২৬), মোঃ সেবারুল রহমান (২৫), ও দড়িচক গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সাকিবুল হাসান (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারস্থ জনৈক মোঃ তৌহিদুর রহমান মিয়ার একতলা বিল্ডিং বাড়ীর ভিতর সূচনা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কার্যালয় হতে সূচনা সমাজ উন্নয়ন সংস্থায় সাধারণ মানুষের জমাকৃত ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ওই ৫ সদস্য কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৪০টি পাশ বই, ৭৫টি ব্লাংক চেক, ৭টি মোবাইল ফোন, ৭৫ সীল, ১০টি সীমকার্ড-১০টি ও ১টি ব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় বৃহষ্পতিবার সকালে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com