বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত চলা অভিযানে ভেজালজাত দ্রব্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩,৪৪,৪৫ এবং ৫১ ধারা মোতাবেক তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমাণ ভেজাল এবং নকল প্রসাধনী দ্রব্য ধ্বংস করা হয়। অভিযানে র্যাবের কর্মকর্তাসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।