শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়বেটিসকে জানুন” এই প্রতিপাদে- শিবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও জাতিসংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ আবদুল ওয়াহাব, নির্বাহী সদস্য তসিকুল ইসলাম, রবিউল ইসলাম বাহারুল ও মেডিকেল অফিসার ডা. উম্মে মাসকুরাসহ অন্যরা।