মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৬ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও আবুল হায়াতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া , মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর,শিবগঞ্জ এসোসিয়েট অফিসার ( সেলপ) সোহেল রানা, আরও উপস্থিত ছিলেন, মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক , ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ অনেকেই।