শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

তাহিরপুরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল বেগ বিতরণ  করলেন জেলা প্রশাসক

তাহিরপুরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল বেগ বিতরণ  করলেন জেলা প্রশাসক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে  স্কুল বেগ বিতরণ করলেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেগ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণী , বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাহিরপুর উপজেলা সভাপতি মিলন তালুকদার,
প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, জুতিস পাল, ইসমাইল মিয়া, আজিজ মিয়া,আলী নেওয়াজ, ওয়াহিদ আহমেদ,ইকবাল হোসেন,পারুল আক্তার,রুহেনা বেগম,মাহমুদা বেগম,যবলীগ নেতা জাকেরীন প্রমুখ।
স্কুল বেগ বিতরণ শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, তোমরা সঠিক সময়ে স্কুলে উপস্থিত হবে এবং গুরুত্ব সহকারে পড়াশোনা করবে। কারন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সর্ব ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তোমরাও একদিন দেশ ও দশের দায়িত্ব নিয়ে উন্নয়নের গুরুদায়িত্ব পালন করবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com