বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন

শিবগঞ্জে বিআরডিবি আয়োজনে কৃষক/কৃষানী মাঝে বীজ বিতরণ

শিবগঞ্জে বিআরডিবি আয়োজনে কৃষক/কৃষানী মাঝে বীজ বিতরণ

‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শিবগঞ্জে অর্ধ শতাধিক কৃষক-কৃষানীর মাঝে মসুর, রসুন, খেসারী ও চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড অফিস চত্বরে এই বীজ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিবি কার্যালয়ের উপ-পরিচালক খাদেমুল বাসার। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার।
এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com