শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মোটরসাইকেল র্যালী-পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মনাকষা বাজার থেকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে একটি মোটরসাইকেল র্যালী বের হয়ে দূলর্ভপুর, শিবগঞ্জ, কানসাট, শ্যামপুর ও বিনোদপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।