বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ থেকে সরকারের কেউ পালাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে এবং জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা মোকাবিলা করব।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বলছে সরকারের পতন ঘটাবে, শেখ হাসিনা পালাবার জায়গা পাবে না, পালাবার রাস্তা পাবে না।
শেখ হাসিনা কি পালান? উল্টো দেশে আসেন। যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে আসতে দেবে না, আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের নেত্রী দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুও কোনোদিন এ দেশ থেকে পালিয়ে যাননি।
তিনি আরো বলেন, আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সকল শ্রেণিপেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে।