মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ্স্পতিবার শহরের টাউন ক্লাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
এতে স্বাগত বক্তা ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে সদস্য আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারফারাজ শেখ ইয়ামান অঙ্গন ও সদস্য রবিউল ইসলামসহ অন্যরা।
বক্তারা- আগামী ২৫ তারিখের মধ্যে স্ব স্ব ইউনিটে সকল পদপ্রত্যাশী কাছ থেকে সাংগঠনিক জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানান।
এছাড়া জেলা ছাত্রদলের অধীনে পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যেক উপজেলা ভিত্তিক কর্মীসভার সময়সূচী ঘোষণা করা হয়।