বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

জাপার দুই গ্রুপের সমাবেশ স্থগিত

জাপার দুই গ্রুপের সমাবেশ স্থগিত

ময়মনসিংহের টাউন হল ময়দানে শনিবার (১৯ নভেম্বর) কর্মী সমাবেশ ডেকেছিল বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ। একই স্থানে সম্মেলন ডেকেছিল জিএম কাদেরের নেতৃত্বাধীর জাতীয় পার্টির অপর অংশ। এ নিয়ে টানটান উত্তেজনার মধ্যে উভয় পক্ষ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) উভয় পক্ষই পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের কথা জানায়।

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ জানায়, ময়মনসিংহের ঐতিহাসিক টাউন হল ময়দানে শনিবার (১৯ নভেম্বর) জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। কিন্তু, তিনি বিদেশে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি দেশে ফিরতে পারছেন না। এ কারণে শুক্রবার দুপুরে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র সঙ্গে আলোচনা করে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টি। পরবর্তীতে বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আরও বড় আয়োজন করে সমাবেশ করা হবে।

এ বিষয়ে জাপার একাংশের মুখপাত্র কাজী মামুনূর রশীদ জানান, কোনো ধরনের চাপ বা সমঝোতায় সমাবেশ স্থগিত করা হয়নি। ময়মনসিংহের কর্মী সমাবেশে যেহেতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সে কারণে তার দেশে না ফেরা পর্যন্ত সমাবেশ স্থগিত করা হয়েছে। তিনি দেশে ফিরলেই কর্মী সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে।

সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, গোলাম মসীহ্, কাজী মামুনূর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও খন্দকার মনিরুজ্জামান টিটুসহ পার্টির শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার অপর অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির নির্দেশে স্থগিত করা হলো।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিবসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com