শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন

শিবগঞ্জে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

শিবগঞ্জে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ থানা এলাকার আইনশৃংখলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন। এ সময় তিনি বলেন, কোন পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে সম্পৃক্তার সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে এলাকায় মাদক প্রতিরোধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এছাড়া আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com