বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী (৫০বছর) উৎসব শুরু হয়েছে। শুক্রবার দুই দিনব্যাপী ক্রিকেট খেলার মধ্য দিয়ে এ উৎসবের শুরু হয়। নাচোল সরকারি কলেজের নতুন ও সাবেক ছাত্র ও অতিথিদের সমন্বয়ে ৮টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারী ৮টি দল হচ্ছেÑ আনিকুল ইসলামের নেতৃত্বে পাইলট একাদশ, শরীফের নেতৃত্বে ক্রিকেটের ইতিহাস, বদরুদ্দোজার নেতৃত্বে সুইডেন একাদশ, হাফিজুর রহমানের নেতৃত্বে বরেন্দ্র এক্সপ্রেস, আব্দুর রশিদ খান ঝালুর নেতৃত্বে মেয়র একাদশ, শফিকুল ইসলামের নেতৃত্বে নাচোল সরকারি কলেজ, এটিএম নুরুল্লাহর নেতৃত্বে জন্মভূমি নাচোল এবং ওবাইদুর রহমানের নেতৃত্বে উত্তাল মহানন্দা।
নাচোল সরকারি কলেজ স্থাপিত হয় ১৯৭২ সালে। এরপর হাঁটি হাঁটি পা পা করে কলেজটি আজ ৫০ বছর পর করছে। সুবর্ণজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
উৎসবে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারীবৃন্দ বিভিন্ন কাজে সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
মূল অনুষ্ঠান ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।