শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে এবং নাচোল উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক, নাচোল উপজেলা শাখার ম্যানেজার ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেনÑ রাজশাহী শাখার যুগ্ম পরিচালক মোতাহার হোসেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপপরিচালক এ এম হায়দার ও সহকারী পরিচালক সাদ্দাম হোসেন।
আরো উপস্থিত ছিলেনÑ নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।