শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আরিফুল  ইসলাম  (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার ছাইতুনতলা এলাকার একটি  আমবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে সে আত্নহত্যা করে থাকতে পারে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার নামোটোলা গ্রামের চারুলের ছেলে।
স্থানীয় জানায়, পারিবারিক কলহের কারণে স্ত্রীর উপরে অভিমান করে আরিফুল বেলাল বাজার-আরগাড়াহাট সড়কের  পাশে ছাইতুনতলা নামক স্থানে পলাশের আম বাগানে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ওই এলাকার একটি আমবাগানে এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধিন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com