শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিবগঞ্জের এমপি ডা. শিমুলের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শিবগঞ্জের এমপি ডা. শিমুলের শ্রদ্ধা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। রবিবার দুপুরে শিবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মজনু, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর আলী ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামসহ অন্যরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে শনিবার রাতে গাড়িবহরে প্রায় ২০ জন বীরমুক্তিযোদ্ধা ও শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com