শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের করিম বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার বিকাল ৩টার দিকে মোটরসাইকেল যোগে কানসাট থেকে চৌডালা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। আহত হন ভটভটির চালক। তবে তাৎক্ষণিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার উপপরিদর্শক জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল ও ভটভটি পুলিশি হেফাজতে রয়েছে।