শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
গোমস্তা পুর প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দূর্ঘটনার হতে রক্ষা পেয়েছে একটি কমিউটার ট্রেনের শত শত যাত্রী। বুধবার বিকেলে রহনপুর- রাজশাহী রেলপথের নাচোল উপজেলার কসবা এলাকার এ ঘটনা ঘটে। ট্রেনযাত্রীরা জানায়,রাজশাহী থেকে বিকেল ৩টায় ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি স্টেশন পার হওয়ার পর কসবা নামক স্হানে প্রায় লাইনের উপর রাখা ইট বোঝায় ট্রলিতে সজোর আঘাত করে। এতে ইন্জিনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। ইঞ্জিনের হুস পাইপ ফেটে গিয়ে ইন্জিন বিকল হয়ে যায়।সংঘর্ষের সময় ইঞ্জিনের সামনে অংশ বেঁকে যায় এবং এ সময় প্রচন্ড শব্দে ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।তবে কেউ আহত হননি।
এ বিষয়ে রহনপুর স্টেশন মাষ্টার-২ মামুনুর রশীদ জানান, আমনুরা থেকে একটি লাইট ইন্জিন ঘটনাস্থলে পৌছে ট্রেনটিকে রহনপুর স্টেশনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।এটি করা সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।