বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

ধোলাইপাড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

ধোলাইপাড়ে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজধানীর ধোলাইপাড়ে গ্রীন লাইনের একটি বাসের চাপায় ইয়াশ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে শ্যামপুর থানার এসআই জাহাঙ্গীর সিকদার।

তিনি জানান, বিকেলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বাসটি মাওয়া থেকে ঢাকায় ঢুকছিল। ঘটনার পরপরই বাস ও চালককেও আটক করা হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর।

নিহত ইয়াশের বাবার নাম মো. জহির। পরিবারের সঙ্গে জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে থাকতো। সেখানে সে একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com