মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রাজশাহীতে আসক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালন করা করা হয়। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, , , (আসক)ফাউন্ডেশন রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী তালুকদার এর নেতৃত্বে, শনিবার সকাল ১১টার সময় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী প্রেসক্লাব চত্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
র্যালীতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ্যাঃ মোস্তাফিজুর রহমান খাঁন আলম, প্রধান আলোচক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসকের কেন্দ্রীয় কমিটির পরিচালক প্রশাসন ও রাজশাহী বিভাগীয় কমিটিরসম্মানীত সভাপতি মোঃ গোলাম মোস্তফা জেমস্।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সালাউদ্দিন মিন্টু’ উক্ত অনুষ্ঠানে বক্তাগন, সমাজিক অবক্ষয় প্রতিরোধ,মাদকের সহজলভ্যাতা মজুদদারি বন্ধ করা সহ মানবাধিকার সুরক্ষা, মানুষের স্বাধীনতা ও মর্যাদা, ন্যায়পরায়নতা, সামাজিক উন্নয়নে দেশবাসীসহ সকলকে প্রত্যক্ষভাবে কাজ করার জোর দাবি জানান।