মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক :
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালেই মারা গেলেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহল। ম্যাচের অতিরিক্ত সময়ের শুরু দিকে হঠাৎ পড়ে যান ওই সাংবাদিক।
প্রাথমিক ধারণ, ওই মার্কিন সাংবাদিক হার্ট অ্যাটাক করেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের সংবাদ সংগ্রহের সময় ‘জ্ঞান হারিয়ে পড়ে যান’ তিনি।
মার্কিন ফুটবল ফেডারেশন এই ঘটনায় শোক জানিয়েছে।
ওয়াহলের স্ত্রী এক টুইটে বলেছেন, তারা এই ঘটনায় পুরোপুরি শোকগ্রস্ত। গত বৃহস্পতিবারই ৪৮তম জন্মদিন পালন করেছেন ওয়াহল।
৬ ডিসেম্বর ফুটবল (ঋঁঃনড়ষ) নামের একটি মিডিয়ায় প্রকাশিত পডকাস্টে অসুস্থ বোধ করছেন বলে গ্রান্টকে বলতে শোনা যায়। তিনি বুকে টান ও চাপ অনুভব করছিলেন বলে জানান। কাশির সিরাপ দেওয়া হলে ভালো বোধ করছিলেন বলেও পরে জানিয়েছিলেন গ্রান্ট।
সূত্র: বিবিসি