মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন
কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। রাত ১টার সে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে তারা খেলছে টুর্নামেন্টের সেরা চারে।
এই ম্যাচে যে জিতবে সেই কাটবে ফাইনালের টিকেট। শিরোপা নির্ধারণী ম্যাচের দ্বৈরথে মরক্কো খেলতে পারে ৪-৩-৩ ফরম্যাশনে। ফ্রান্স খেলতে পারে ৪-২-৩-১ ফরম্যাশনে। মাঠে যেমন হতে পারে দুই দলের শুরুর একাদশ।
মরক্কো : ইয়াসিন বুনো (গোলরক্ষক), জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ হাকিমি, আশরাফ দারি, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।
ফ্রান্স: হুগো লরিস (গোলরক্ষক), জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, রাফায়েল ভারানে, ডাওট উপমেকানো, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, উসমানে দেম্বেলে, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ের জিরুদ।