বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারদের সংধর্বনার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ দেবীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। এছাড়া সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, পৌর ও উপজেলা তাঁতীলীগ, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন সোসাইটি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ দেবীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিবগঞ্জ স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধাকালিন ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। একই স্থানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com