মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন

শিবগঞ্জ মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১  

শিবগঞ্জ মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১  

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুর এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আসমাউল (২৩) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি উপজেলার ছত্রাজিতপুর বড় মসজিদ এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে আসমাউল ও ফিরোজ মোটরসাইকেল যোগে ছত্রাজিতপুর থেকে শিবগঞ্জ বাজার যাচ্ছিলেন। এ সময় মহদিপুর মোড় এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আসমাউল। গুরুত্বর আহত ফিরোজকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com