রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় র্যালি ও শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। সকালে নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসানের নেতৃত্বে জেলা শহরের কাঁঠালবাগিচা সড়কের জেলা কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। পরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদদের নাম সংবলিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।