বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন

৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগ কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগ কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় এলাকার ৩৯০ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং ২৫০ জনকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা প্রদান করা হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তর কল্যাণপুরে আয়োজিত অনুষ্ঠানে এইসব দুস্থ মানুষকে এই সেবা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন- দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনসাধারণের যে কোন সংকটময় পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় মানবিক ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর নিজস্ব ব্যবস্থাপনায় এই ৩৯০জন অসহায় দুস্থ মানুষকে একটি করে কম্বল ও বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ প্রদান করা হলো। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যে কোন জনকল্যানমূলক কর্মকাণ্ডে সর্বদা নিয়োজিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অনারারী সহকারী পরিচালক শ্রী অসিত কুমার নন্দিসহ পদস্থ কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।চিকিৎসা প্রদান করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান ও ডা. মিম ইফতেখার

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com