বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন

শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী  পালিত হয়েছে।দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদদাতা সফিকুল ইসলামের আয়োজনে শনিবার সকা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিঞার প্রতিষ্ঠিত একমাত্র দৈনিক ইত্তেফাক পত্রিকাই সর্বপ্রথম বাঙ্গালীর স্বাধিকারের কথা তুলে ধরে এবং যার ফলশ্রæতিতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।একই ধারাবাহিকতায় ইত্তেফাক এখনো জনগণের অধিকারের কথা, অন্যায়ের প্রতিবাদে উৎসাহ প্রদানে এবং স্বদেশ প্রেমে শিক্ষা দিয়েই আসছে।তিনি এ সময় মরহুম তোফাজ্জল হোসেনের জীবনী ও সাহসিকতা ও সাংবাদিকতার নিপূনতা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্র্ষিকীর শুভ উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম বাবু,সদস্য শহিদুল ইসলাম খোকন, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম আহŸায়ক নাদিম হোসেন,সাবেক দপ্তর সম্পাদক প্রফুল্ল কুমার রবিদাস, সদস্য আলামিন হোসেন,শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক মিজানুর রহমান,রায়হান আলি,শাহিন শওকাত, কাউসার আলি সহ শিবগঞ্জ উপজেলার তিনটি প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com