রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে! এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিস্তীর্ণ এলাকা জুড়ে আছড়ে পড়েছে তুষারঝড়। এতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, তুষারঝড়ের কারণে আমেরিকার প্রায় ১৫ লাখ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তুষারঝড়ের পাশাপাশি আমেরিকার মানুষ হাড়কাঁপানো ঠাণ্ডা বাতাসের কারণে জবুথবু। এতই ঠাণ্ডা পড়েছে যে, ফুটন্ত পানিও নিমেষে বরফে পরিণত হচ্ছে বলেও অনেকে জানিয়েছেন। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে।
আমেরিকার আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আমেরিকার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ প্রায় ২৪ কোটি মানুষকে আবহাওয়ার চরম পরিবর্তন সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
এদিকে এর আগে আবহাওয়াবিদরা বলছিলেন, এই সপ্তাহ শেষে আমেরিকায় শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। এর ফলে তীব্র বেগে বইবে ঠান্ডা হাওয়া। বায়ুর চাপ থাকবে অনেক কম। হয়েছেও তাই। মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে তুষারঝড় শুরু হয়েছে।