বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন

কমলো এলপিজির দাম

কমলো এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এ দাম কার্যকর হবে।

সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল এ তথ্য জানান।

এর আগে, ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া গত আগস্টের শুরুতে এলপিজির দাম ছিল ১ হাজার ২১৯ টাকা, জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা, জুনে ছিল ১ হাজার ২৪২ টাকা, মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com