শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, ডিনার মিটিং ও জুয়েল কলার হস্তান্তর অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, ডিনার মিটিং ও জুয়েল কলার হস্তান্তর অনুষ্ঠিত

বিএস বিদ্যুৎ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অবস বাংলাদেশের জেলা ৭ এর অধীন গোবিন্দগঞ্জ এপেক্স ক্লাবের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী,২৪১ তম ডিনার মিটিং ও জুয়েল কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালের প্রেসিডেন্ট এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস ২০২৩ সালের নব নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকারের গলায় জুয়েল কলার পরিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।
৪ঠা জানুয়ারী বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌরসভার টি এন্ড টি মোড়স্থ ফিউচার উন্নয়ন সংস্থার কার্য্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর গর্ভনর এপেঃ শাহারুল ইসলাম টিটু, ডিজি ইলেক্ট এপেঃ এ এইচ এম মনোয়ার হোসেন লাভলু, অতীত গভর্নর এপেঃ খন্দকার জাহাঙ্গীর আলম, এপেক্স ক্লাব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, প্রেসিডেন্ট ইলেক্ট ২০২৩ এপেঃ জিল্লুর রহমান সরকার, পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আরিফুর রহমান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ বদিউজ্জামান বিদ্যুৎ, সার্ভিস ডিরেক্টর এপেঃ রফিকুল ইসলাম অপু, মেম্বারশীপ এন্ড এটেনডেন্ট ডিরেক্টর এপেঃ মনমোহন সরকার, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ এপেঃ ফারুক হোসেন ছন্দ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ প্রভাষক নুরুন্নবী আকন্দ লাজু, সার্জেন্ট এন্ড আর্মস এপেঃ খায়রুল ইসলাম, এপেঃ, নাজিম উদ্দীন, এপেঃ মোস্তাফিজুর রহমান মুকু, এপেঃ মোকছেদুর রহমান, এপেঃ রুবেল, এপেঃ শামাীম, এপেঃ মোহন সহ নেতৃবৃন্দ।।
নব নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার এ সময় এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ কে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com