মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ছাত্রলীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বুধবার দিবসটি পালন উপলক্ষে নাচোল ডাকবাংলো প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিণ শেষে অতিথিবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে জেলা পরিষদ ডাকবাংলোয় চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা ছাত্রলীগের সভাপতি আল সাবার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইসচেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য(সাবেক সদস্য) রয়েল বিশ্বাস,আব্দুল হালিম, মহিলালীগ নেত্রী রঞ্জনা রানী, ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র,জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তুষার ইমরান, উপজেলা ছাত্রলীগের বর্তমান বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, পৌর ছাত্রলীগের সভাপতি রাফসান আহম্মদ বকুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, নাচোল সরকারি কলেজ কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক সৈকত আলীসহ ৪টি ইউনিয়নের সভাপতি সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কর্তন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।