শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
বিশ্বে প্লাস্টিকের বিপদজনক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতীয় যুবক মহারাষ্ট্রের নাগপুরের রোহন আগরওয়াল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় শহরের জোসনারা ফাউন্ডেশনে তিনি সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ব ভ্রমণে বের হওয়া রোহান আগরওয়াল তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে বলেনÑ আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিক এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে বিশ্ববাসীর মধ্যে জনসচেতনতা তৈরি করা এবং ঐক্যের বার্তা দেওয়া।
মেয়র মোখলেসুর রহমান এসময় তাকে পরিবেশ উন্নয়নে পৌরসভার গৃহীত বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ইতোমধ্যেই পচনশীল ও অপচনশীল দ্রব্য বাড়িতে আলাদা আলাদাভাবে সংগ্রহের জন্য পৌরসভার প্রতিটি বাসায় ডাস্টবিন প্রদানের কার্যক্রম শুরু করেছি।
পৌর মেয়র এসময় তার হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ কয়েকটি বই তুলে দেন।
এসময় জেলা পরিষদের ১নং সাধারণ ওয়ার্ড সদস্য আব্দুল জলিল মাসুদ উপস্থিত ছিলেন।