মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ৫২০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন বলে র্যাব জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় র্যাবের একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেনÑ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অভিযানে ৫২০ গ্রাম হেরোইন, ১টি ইজিবাইকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন (৫১) ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. তোফায়েল (৩৮)।
এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।