মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সভাপতি সুভাস চন্দ বাদল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ এর নেতৃত্বে পুষ্পক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, জাতীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিইউজের সহ-সভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক সফিকুল ইসলাম, সাংবাদিক মো. শেখ ফরিদ, সাংবাদিক কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।