মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা ছিলেনÑ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যানগণ।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের হুইপ শামসুল হক টুকু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।