শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড নিহত-১, আহত-২
শিবগঞ্জে সাংবাদিকদের মতবিনিময় সভা

শিবগঞ্জে সাংবাদিকদের মতবিনিময় সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিবগঞ্জে মিথ্যাচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম, সাখাওয়াত জামিল দোলন, টুটুল রবিউল, ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানাসহ অন্যরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের সঠিক চিত্র তুলে ধরতে গুরুত্বআরোপ করেন এবং হলুদ সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার বন্ধের জন্য জেলা-উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, আমাদের মধ্যে ঐক্যের সংকট থাকায় গত ১০ জানুয়ারী দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারকে ভুক্তভোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করলেও কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে মিথ্যা সংবাদ প্রচার করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে বিভিন্ন যড়যন্ত্রের মাধ্যমে হয়রানি ও হেনেস্তা করার চেষ্টা করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তপূর্বক দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে সাব রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com