বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
ভারতীয় সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর ৮ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (১১ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে সীমান্তবর্তী এলাকার ৫ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ৩ শতাধিক বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্য বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়৷ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাহিদ হোসেন।
এ সময় বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক কাজ করেছে। এরই ধারাবাহিকতায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা প্রদান করেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির। শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পে এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শাহেদ আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, ওয়াহেদপুর বিওপির বিভিন্ন স্তরের বিজিবি সদস্যৃ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা নিয়ে আগামীতেও এমন কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানান, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাহিদ হোসেন।