শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

নাচোলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল ৩টায় নাচোল রেলস্টেশন বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নাচোল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম মজিদুল হক এর সভাপতিত্বে প্রধান বার্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব গোলাম রব্বানী, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান,নেজামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কাদের, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ,সাবেক ছাত্রনেতা আনোয়ারুল করিম রানা প্রমূখ। বক্তারা, বিদ্যুৎ এর দাম কমানো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ইভিএম এ ভোট বাতিল, বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি,আলেম ওলামাদের মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি,সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১০দফা দাবি পেশ করেন। আলোচনা শেষে একটি একটি বিক্ষোভ মিছিল রেলস্টেশন বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com