মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমা দ্বিতীয় ও শেষ পর্ব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো

বিশ্ব ইজতেমা দ্বিতীয় ও শেষ পর্ব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো

তানজিলা ইসলামঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর হযরত মাওলানা মোহাম্মদ সাদ কান্দলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাতের সময় টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা “আমিন, আল্লাহুম্মা আমিন” ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসাল্লীগন হাত তুলে আকুতি জানান। এর আগে, মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের ঢল নামে। ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী। সকাল ৯টা থেকে মাওলানা মোশারফ হোসেন তালিম করছেন। সাড়ে ৯টায় ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী হেদায়েতী বয়ান শুরু করেন। মোনাজাতের সময় সন্তুষ্টি লাভের আশায় লাখো মানুষ আল্লাহর কাছে আর্জি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। আখেরি মুনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা, মার্কেট, বিপণি-বিতান, অফিসসহ সব কিছু বন্ধ ছিল। দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলারা জুবায়ের অনুসারী) গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। এর চার দিন পর গত শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় ও শেষ পর্বের ইজতেমা শুরু হয়। আজকের আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হলো।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com