মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০২ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ফরিদা ইয়াসমিনকে দায়িত্বরত অবস্থায় লাঞ্ছনার ঘটনায় সাবেক যুবলীগ কর্মী মাসুদ রানার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান স্বাক্ষরিত অপর এক পত্রে শিবগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
এর আগে গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্ণারে এ ঘটনা ঘটে।
মাসুদ শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর সৌদিপাড়া মহল্লার দুরুলের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগে বলা হয়, বেলা ১২টা ১০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারে কর্মরত ছিলেন নার্স ফরিদা ইয়াসমিন।
এ সময় টিকিট ছাড়াই নার্সের কাছ থেকে ডায়াবেটিসের ওষুধ চান মাসুদ। তবে ওই সময় হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় মাসুদকে সাফ জানিয়ে দেন তিনি।
এতেই নার্সের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ অশালীন আচরণ করেন। এক পর্যায়ে মাসুদ পায়ের জুতা খুলে নার্সের দিকে তেরে আসেন। এ সময় তিনি ভয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
সিনিয়র স্টাফ নার্সরা বলেন, সহকর্মীর ওপর লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, আমি থানার বাইরে।