মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

শিবগঞ্জের সাংবাদিক রকির কবর জিয়ারত

শিবগঞ্জের সাংবাদিক রকির কবর জিয়ারত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক মরহুম রিপন আলী রকির কবর জিয়ারত করেছেন জেলা ও উপজেলার সাংবাদিকরা। শুক্রবার বাদ জুম্মা উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর ছোট হাদিনগর কেন্দ্রীয় গোরস্থানে মরহুম সাংবাদিক রিপন আলী রকির কবরের পাশে দাঁড়িয়ে দোয়াখানি ও তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মরহুম সাংবাদিক রকির করব জিয়ারতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও চাঁপাই দর্পণের সম্পাদক প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, ৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি মোহা. ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এম রফিকুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি আতিক ইসলাম সিকো, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, যুগ্ম আহ্বায়ক মামুন অর রশিদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম রনিসহ বিভিন্ন মিডিয়ার জেলা-উপজেলার সাংবাদিকরা। করব জিয়ারত শেষে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, মরহুম সাংবাদিক রিপন আলী রকি গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরদিন বিকেল ৩টায় শ্যামপুর ইউনিয়নের বাবুপুর ছোট হাদিনগর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি দৈনিক চাঁপাই দর্পণ, দৈনিক ভোরের পাতা, উত্তরা প্রতিদিন, বিডি লাইভ২৪.কম ও মাংগো সিটি বিডি.কম অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com