বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ‘কোটিপতি কর্মচারীদের’ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালত এ বিষয়ে আগামী ৫ এপ্রিলের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজউককে পৃথকভাবে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার ‘রাজউক চেরাগে বাড়ি-গাড়ি প্লট দোকান’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে আমলে নিয়ে আদালত এই আদেশ দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com