মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৮ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৮ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেড) পদোন্নতি প্রদান করা হলো। সেই সঙ্গে এসব কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ইমেইলে পদোন্নতিপ্রাপ্তদের পদে যোগদান পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ পদোন্নতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন-মো. আব্দুছ ছালাম সরকার, এস এম বজলুর রশিদ, মো. তফিকুল আলম, মনতোষ বিশ্বাস, জোনাঈদ আফ্রাদ, মো. সাইফুল ইসলাম, দেবাশিষ কর্মকার, মমিনুল হাসান, মো. মুন্না বিশ্বাস, সাগর দিপা বিশ্বাস, মফেলা খাতুন মেমি, মো. কামরুজ্জামান, এস এম আশিকুর রহমান, মো. ফয়েজ উদ্দিন, উৎপল কুমার চৌধুরী, মো. হাফিজুর রহমান, ফৌজিয়া হাবিব খান, এ কে এম ওহিদুন্নবী, নাজিয়া ইসলাম, আকলিমা আক্তার, আব্দুল হালিম, সৈয়দ ফয়সল ইসলাম, সাদিয়া সাবরিনা চৌধুরী, একেএম ফজলুল হক, শারমিন আক্তার আশা, স্বাগতা ভট্টাচার্য্য, আল আমিন হোসেন, ধ্রুব জ্যোতির্ময় গোপ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com