মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকায় সরকারি খাস খতিয়ানের দুই দশমিক ৩০ একরের একটি পুকুর উদ্ধার করেছে প্রশাসন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় মৌজার ২৫২ নম্বর দাগের পুকুরটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। তিনি জানান, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে আসছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে পুকুরটি উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুরটি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে সরকারের পক্ষে জেলা প্রশাসন সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।