রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

শিবগঞ্জে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

শিবগঞ্জে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্কাউটের আয়োজনে কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম সারওয়ার মুর্শেদ প্রমূখ। উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাফর সাদিক, কাব লিডার আবদুর রকিব ও প্রধান শিক্ষক শওকত হামিদ ডলারসহ অন্যরা। আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com